মেনু নির্বাচন করুন

নিয়ম ও বিধি

শিক্ষকদের জন্য অবশ্য পালনীয়:- 

  1. যথা সময়ে স্কুলে উপস্থিত থাকা। 
  2. ঘন্টা পড়ার সাথে ক্লাসে যাওয়া এবং পরবর্তী ঘন্টা না পড়া পর্যন্ত ক্লাসে অবস্থান করা। 
  3. সিলেবাস অনুযায়ী পাঠদান করা। 
  4. নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করা। 
  5. স্কুলের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা। 
  6. সরকারি পরিপত্র মেনে চলা। 
  7. প্রধান শিক্ষক ও প্রশাসনকে সহায়তা করা। 

শিক্ষকদের বর্জনীয় 

  1. বিলম্ব করে স্কুলে আসা। 
  2. ঘন্টা পড়ার পরেও ক্লাসে যেতে বিলম্ব করা। 
  3. ঘন্টা পড়ার আগেই ক্লাস শেষ করে চলে আসা। 
  4. অকারণ ছুটি নেওয়া। 
  5. স্কুলের শৃখঙলা পরিপন্থী কাজে জড়িত থাকা। 
  6. বিনানুমতিতে ছুটি কাটানো। 
  7. অশিক্ষকসুলভ আচরণ করা।