মেনু নির্বাচন করুন

স্কুল সম্বন্ধে

সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৮ জন শিক্ষক ও ৭ জন স্টাফ অনুমোদিত পদে বর্তমানে ১৫ জন শিক্ষক ও ২ জন স্টাফ কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানের স্বার্থে ১ শিক্ষক ও ২ জন স্টাফ অনারারি সার্ভিস দিচ্ছেন। 

বিদ্যালয়ের নবম দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসমূহ অনুমোদিত রয়েছে। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে প্রতিটিতে ক এবং খ শাখা বিদ্যমান। হিন্দু শিক্ষার্থীর কাম্য সংখ্যা সাপেক্ষে বিদ্যালয়ে একজন হিন্দু ধর্মীয় শিক্ষক অনুমোদিত এবং কর্মরত আছেন। 

বিদ্যালয়টির (ময়মনসিংহ শিক্ষাবোর্ড কর্তৃক) ২০২৬ সন পর্যন্ত স্বীকৃতি রয়েছে। অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বিদ্যালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। পাশাপাশি আভ্যন্তরীণ বিভিন্ন উপকমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। 

বিদ্যালয়টিকে সময়ের সাথে এগিয়ে নিতে আমাদের সকলের সম্মিলিত প্রাণান্তকর চেষ্টা চলমান। এর পরেও আমাদের ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। বিদ্যালয়টিকে ক্রমান্বয়ে আরো যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষার একটি উৎকৃষ্ট প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।