প্রতিষ্ঠার কথা
দিনটি ছিল ০১-০১-১৯৯০। সাখুয়া ও এর আশেপাশে অঞ্চলের হাজারো মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। তারুন্দিয়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান নজরুল হক ফুল মামুদের নেতৃত্বে সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠার দিন। তৎকালীন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব আহাম্মদ হোসেন ভূইয়া প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি হাইস্কুল প্রতিষ্ঠা করা অবশেষে আলোর মুখ দেখে।
স্কুলটির নামকরণ ও গুরুত্বপূর্ণ সহায়তা করেন অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক সহকারী শিক্ষা অফিসার জনাব আব্দুল লতিফ। স্কুল প্রতিষ্ঠায় নজরুল হক ফুল মামুদ যাদের নিত্যসঙ্গী হিসেবে পেয়েছিলেন তারুন্দিয়া ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল মনসুর আহমদ, সাবেক পোস্টাল সুপার আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ মিন্টু কলেজের প্রথম ভিপি ভাংনামারী ইউনিয়নের কৃতি সন্তান জনাব আইন উদ্দিন, নজরুল হক ফুল মামুদের ভাতিজা জনাব জমির উদ্দিন, নজরুল হক ফুল মামুদের পুত্র তারুন্দিয়া ইউনিয়নের চারবারের নির্বাচিত সফল চেয়ারম্যান মো: আব্দুল হালিম, এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব মফিজ উদ্দিন, ছফির উদ্দিন মেম্বার, কিতাব আলী মেম্বার, মফিজ উদ্দিন মেম্বার, ডা: খোরশেদ আলী, আবুল হাশিম মীর, ডা: মদন মোহন গোস্বামীসহ এলাকার সর্বস্তরের মানুষজন।
বিদ্যালয়টি প্রথম জুনিয়র স্কুল হিসেবে পাঠদান শুরু করে। দ্রুততম সময়ে সরকারী মঞ্জরী এবং জুনিয়র এমপিওভুক্ত হয়। ১৯৯৮ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয় এবং ২০০০ সালে মাধ্যমিক শাখা বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ হিসেবে এমপিওভুক্ত হয়।
সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন থেকে অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন অত্র এলাকার মানুষজনের সন্তানদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
Total Visitors:
Current Users: